ঢাকা, সোমবার, ৬ মে, ২০২৪

বকশীগঞ্জে নাদিম হত্যার প্রতিবাদে সাংবাদিক সমাবেশ

বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম ও একাত্তর টিভির সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১১টায় পৌর শহরের পাটহাটি মোড়ে বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সমাবেশ আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুক।


এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বিএফইউজের সাবেক সভাপতি ও টিভি টুডের সিইও মনজুরুল আহসান বুলবুল।


ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) আতাউল করিম খোকনের সভাপতিত্বে এ সসয় বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি।


এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএফইউজের মহাসচিব দীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিলসহ দেশের বিভিন্ন এলাকার সাংবাদিক নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।


সমাবেশে স্থানীয় সাংবাদিকরা নাদিমের নামে নাদিম চত্বরের দাবি তুললে (সাংবাদিক নাদিম হত্যার ঘটনাস্থল) পাটহাটী নাদিম চত্বর করার ঘোষণা দেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।

ads

Our Facebook Page